সুপ্রিমকোর্ট

UAPA মামলায় জামিনের আবেদনে শফিউর রহমানের বয়ান

 

২০১৯-এর Unlawful Activities (Prevention) Act (UAPA) মামলায় গ্রেপ্তার হওয়া সামাজিক কর্মী Shifa‑ur‑Rehman সোমবার Supreme Court of India-র সামনে জামিনের আবেদন করেন। মামলাটি ২০২০ সালের 2020 Delhi riots-এর সঙ্গে যুক্ত। Rehman বলেন, “আমার বিরুদ্ধে UAPA ধারা প্রযোজ্য নয় — আমি নির্বাচিত হয়ে আত্মসমর্পণ করেছি, interim bail-এর শর্ত ভঙ্গ করি নি, কোনও উস্কানিমূলক ভাষণ দিই নি।” আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন প্রবীণ আইনজীবী Salman Khurshid।

একই দিনে তার সঙ্গে অন্য অভিযুক্ত Umar Khalid, Sharjeel Imam ও Gulfisha Fatima-র জামিন আবেদনও শুনানি হয়। Khalid-র পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী Kapil Sibal। তিনি যুক্তি দেন, “দাঙ্গা-সংক্রান্ত ১১৬টি মামলা বিচারাধীন রয়েছে, তার মধ্যে ৯৭টিতে মুক্তি পাওয়া গেছে, এবং প্রমাণ উপস্থাপনায় অনেক ক্ষেত্রে গঠনমূলক ত্রুটি দেখা গেছে।”

তবে Delhi Police-র পক্ষে অতিরিক্ত সরকারি আইনজীবী S.V. Raju বলেন, “প্রতিরক্ষা-দলের যুক্তি মামলার প্রসঙ্গবহির্ভূত, বিচার প্রভাবিত করার উদ্দেশ্যে।” আদালত মামলার পরবর্তাতী শুনানির দিন ধার্রিয করেছে ৬ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button