
কলকাতা: পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিশেষ সমীক্ষার মূল লক্ষ্য হলো তালিকার অসঙ্গতি দূর করা এবং প্রতিটি ভোটারের পরিচয় যাচাই করে নির্ভুল তালিকা তৈরি করা। এই প্রক্রিয়ায় সব প্রাপ্তবয়স্ক ভোটারকে নতুন করে নথি জমা দিতে হবে কিনা, তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, কমিশন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা স্পষ্ট করেছে।
কমিশন সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত ভোটারের নাম ২০০২ সালের তালিকায় থাকবে, তাঁদের এইবারের সমীক্ষার জন্য নতুন করে কোনো রকম নথি (ডকুমেন্ট) জমা দিতে হবে না। শুধুমাত্র ওই পুরনো তালিকার সঙ্গে নাম মেলাতে পারলেই তাঁদের নাম বর্তমান তালিকায় বহাল থাকবে।
তবে, যে সমস্ত নাগরিকের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না অথবা যাঁরা এই প্রথম ভোটার তালিকায় নাম তুলবেন, তাঁদের জন্য কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে যেকোনো একটি জমা দেওয়া বাধ্যতামূলক। পরিচয়পত্র হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকেও গ্রহণ করার কথা বলা হয়েছে।
এই সমীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নির্ভুল তালিকা তৈরি করা যেমন নিশ্চিত হবে, তেমনি যাঁদের নাম বহু বছর ধরে তালিকায় আছে, তাঁদের নথিপত্র সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমবে।



